শিলিগুড়ি, ২৬ জানুয়ারিঃ উত্তরবঙ্গ উৎসবের অন্যতম আকর্ষণ ‘শিলিগুড়ি ম্যারাথন’। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহযোগিতায় প্রতিবছর শিলিগুড়ি ম্যারাথন আয়োজন করে আসছে অগ্রণী সংঘ।রবিবার সকালে শিলিগুড়ির হাশমি চক থেকে এই ম্যারাথনের সূচনা করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।
এই ম্যারাথনে প্রথম স্থান অধিকার করে প্রথম পুরষ্কার পান তীর্থ পুণ।জানা গিয়েছে শিলং এর তীর্থ পুণ গত বছরেও প্রথম হয়েছিলেন।এছাড়াও শিলিগুড়ির শঙ্কর মন থাপা এবং হরিয়ানার সন্দীপ তৃতীয় হয়।বিজয়ীদের যথাক্রমে ১ লক্ষ, ৫০ হাজার এবং ২৫ হাজার টাকার চেক ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়।
অন্যদিকে, ৮ কিলোমিটার দৌড়ে পুরুষ বিভাগে কালিম্পঙের বিকাশ ভুজেল এবং মহিলা বিভাগে অনিশা মুন্ডা প্রথম স্থান অর্জন করে।এছাড়াও ৪ কিলোমিটার ড্রিম রানও আয়োজিত হয়।ড্রিম রানের প্রতিযোগীদের ট্রফি এবং প্রমানপত্র প্রদান করা হয়।