শিলিগুড়ি, ৭ আগস্টঃ সাধারণ মানুষকে সচেতন করতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম বিভাগের তরফে শনিবার একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সচেতনতা কর্মসূচি আয়োজিত হবে।
বর্তমানে অনলাইন জালিয়াতি অনেকটাই বেড়ে গিয়েছে।এই নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই সাইবার বিভাগের এই উদ্যোগ।
জানা গিয়েছে, আগামীকাল বিকেল ৫টার সময় “শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ” নামে ফেসবুক পেজ থেকে লাইভ অনুষ্ঠান শুরু হবে।এদিনের লাইভে সাইবার ক্রাইম বিভাগের আইসি শুভাশীষ চাকী সহ সাইবার ক্রাইম বিভাগের অন্যান্য আধিকারিকরা উপস্থিত থাকবেন।সাইবার ক্রাইম সম্পর্কিত বিভিন্ন আলোচনা করা হবে বলে জানা গিয়েছে।এই অনুষ্ঠানে দর্শকরা নিজেদের প্রশ্ন রাখতে পারবেন।