শিলিগুড়ি, ৭ ফেব্রুয়ারিঃ রাজনৈতিক স্বার্থ চরিতার্থে নয়, রাজ্য সরকারের আর্থিক বঞ্চনার কারণেই বোর্ডের মেয়াদের শেষ মুহুর্তে উন্নয়নমূলক কাজ করতে হচ্ছে। শুরু হওয়া সমস্থ কাজই সম্পূর্নভাবে শেষ হবে।জানালেন মেয়র অশোক ভট্টাচার্য।
আগামি মে মাসে মেয়াদ শেষ হতে চলেছে শিলিগুড়ি বাম পরিচালিত পুরবোর্ডের।তবে মেয়াদ শেষের আগে ১০০কোটি টাকার উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে বর্তমান বোর্ড।তার মধ্যে বেশকিছু কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।
মেয়র বলেন, সঠিক সময়ে অর্থ না দিয়ে তাদের প্রতি বঞ্চনা করেছে রাজ্য সরকার।দেরিতে অর্থ দেওয়ার জন্যই কাজ দেরিতে শুরু হয়েছে।
এদিকে পুরবোর্ডের মেয়াদ শেষ ও আসন্ন পুরভোট নির্বাচনের আগে এমন কর্মকান্ডকে ভোটের রাজনীতি বলছেন পুরনিগমের বিরোধীদল তৃণমূল কংগ্রেস। বিরোধী দলনেতা রঞ্জন সরকার বলেন, পুরনিগম নির্বাচনে নিজেদের অস্তিত্ব অটুট রাখতেই এই ধরনের কাজ করে চলছে।