স্থানীয়দের দাবী মেনে ৭ দিনের জন্য বন্ধ হল শিলিগুড়ির নয়াবাজার

শিলিগুড়ি, ১৮ জুলাইঃ স্থানীয়দের দাবী মেনে ৭ দিনের জন্য বন্ধ হল ৮ নম্বর ওয়ার্ডের নয়াবাজার। 


শনিবার ব্যবসায়ী ও স্থানীয়দের কি কি সমস্যা রয়েছে তা খতিয়ে দেখলেন দার্জিলিং জেলার তৃণমূল সভাপতি রঞ্জন সরকার।

স্থানীয়দের অভিযোগ, শিলিগুড়িতে ৭ দিনের লকডাউনে এই বাজার খোলা থাকায় প্রচুর মানুষের ভিড় হয়। এছাড়াও এই বাজারে বাইরে থেকে ট্রাক আসে, ফলে সংক্রমন ছড়ানোর আশঙ্কাও প্রবল। স্থানীয়দের দাবী ছিল আগামী ৭ দিন বাজার বন্ধ রাখা হোক।


এই দাবিতেই স্থানীয়রা একজোট হয়ে বিক্ষোভ দেখায়। অবশেষে আজ থেকে সাত দিনের জন্য বন্ধ করা হল ৮ নম্বর ওয়ার্ডের নয়া বাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbet