শিলিগুড়ি, ১৬ জুলাই: আজ সকাল ৯ টা থেকে শিলিগুড়ির ৪৭ টি ওয়ার্ডে শুরু হয়েছে লকডাউন। তবে খোলা রয়েছে শিলিগুড়ির ৮ নম্বর ওয়ার্ডের নয়া বাজার। আর এই নিয়েই বিক্ষোভে সামিল হলেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, যেহেতু শিলিগুড়িতে ৭ দিনের লকডাউন চলছে। নয়া বাজারও সেই অনুযায়ী বন্ধ রাখা দরকার। এই বাজারে প্রচুর মানুষের ভিড় হয়। এছাড়াও এই বাজারে বাইরে থেকে ট্রাক আসে। এর ফলে সংক্রমনের আশঙ্কা রয়েছে। স্থানীয়দের দাবী, আগামী ৭ দিন বাজার বন্ধ রাখা হোক। এই নিয়ে এদিন স্থানীয়রা একজোট হয়ে বিক্ষোভ দেখান।
স্থানীয়দের অভিযোগ, এই বিষয়ে বারবার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলা হলেও তারা এই বিষয়টি নিয়ে কোনো হস্তক্ষেপ করেননি।
স্থানীয়রা বলেন, অবিলম্বে এই বাজার বন্ধ করা হলে আগামীকাল বাজারের প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হবে।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খালপাড়া আউট পোস্টের পুলিশ।
এই বিষয়ে ওয়ার্ড কো- অর্ডিনেটর খুশবু মিত্তল বলেন, স্থানীয়রা যখন চাইছেন বাজার বন্ধ করা হোক। তিনি স্থানীয়দের পাশেই আছেন।