শিলিগুড়ি, ২২ মার্চঃ বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার(সিইও) আরিফ আফতাব, বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে, এডিজি(আইন শৃঙ্খলা) জগমোহন সহ ১৩ জন উচ্চপদস্থ আধিকারিক শিলিগুড়িতে পৌঁছেছেন।আজ বিকেলে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সুকনার একটি হোটেলের উদ্দেশ্যে রওনা দেন আধিকারিকরা।
জানা গিয়েছে, আগামী দুইদিন নির্বাচন কমিশনের আধিকারিকরা উত্তরবঙ্গের ৮টি জেলার জেলাশাসক, পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক, ম্যাজিস্ট্রেট এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক এবং নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখবেন।অন্যদিকে, বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং এডিজি(আইন শৃঙ্খলা) জগমোহন জেলার আইনশৃঙ্খলা পর্যালোচনা করবেন।
আগামীকাল মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা এবং উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈন শিলিগুড়িতে পৌঁছবেন বলে জানা গিয়েছে।