শিলিগুড়ি, ১৬ জানুয়ারি: শিলিগুড়ি এনজেপি রেলওয়ে হাসপাতাল মোড়ের কাছে পথ দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক সাইকেল আরোহী ।
বৃহস্পতিবার রেলওয়ে হাসপাতাল মোড় থেকে অম্বিকানগরের দিকে কাজের সূত্রে যাচ্ছিলেন জলপাইমোড়ের এলাকার বাসিন্দা হিরনলাল কুমার।
পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। রাস্তা থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন ব্যক্তি। ঘটনার খবর পেয়ে সেখানে যান এনজেপি থানার পুলিশ কর্মীরা ও ট্র্যাফিক পুলিশ। গাড়িটিকে আটক করে নিয়ে এনজেপি থানায় নিয়ে যাওয়া হয়।