শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে রদবদল

শিলিগুড়ি, ৩০ এপ্রিলঃ গত দুদিন আগে ডিভিও কনফারেন্সে বৈঠক করে শিলিগুড়িতে বালি চুরি রুখতে শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মাকে কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।তার এই নির্দেশের পরই কাজ শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।


মুখ্যমন্ত্রীর নির্দেশিকার পরই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে রদবদল।কমিশনারেটের অন্তর্গত ৬টি থানার ৩৪ জন পুলিশকর্মীকে বদলি করা হল।

জানা গিয়েছে, ভক্তিনগর, প্রধাননগর, এনজেপি, মাটিগাড়া এবং বাগডোগরা থানার মোট ৮ জন কনস্টেবলকে বদলি করা হয়েছে।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মনিটারিং সেল থেকে ১ জন এবং পুলিশ লাইনে কর্মরত ৯ জনকে বদলি করা হয়েছে।


অন্যদিকে প্রধাননগর, শিলিগুড়ি, ভক্তিনগর, এনজেপি, বাগডোগরা এবং মাটিগাড়া থানার এসআই র‍্যাঙ্কের ৮ পুলিশকর্মী এবং এএসআই র‍্যাঙ্কের ৭ জন পুলিশকর্মীকে বদলি করা হয়েছে।কনস্টেবল, এসআই, এএসআই এবং মনটারিং সেল মিলিয়ে মোট ৩৪ জন পুলিশকর্মীকে বদলি করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *