শিলিগুড়ি, ১৬ ডিসেম্বরঃ একাধিক দাবীদাওয়া নিয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট অভিযানে সামিল হল ডিওয়াইএফআই দার্জিলিং জেলা কমিটি।
এদিন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে শিলিগুড়ির মহানন্দা সেতুর নীচ থেকে মিছিল বের করে কমিশনারেটে পৌঁছান সংগঠনের কর্মী সমর্থকেরা।মিছিল আটকাতে কমিশনারেটের গেটের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়।মিছিল পৌছতেই আটকে দেওয়া হয়।এরপর সেখানেই বিক্ষোভ দেখান সংগঠনের কর্মী সমর্থকেরা।
এদিনের অভিযানে নারী নিরাপত্তা, আরজি করের বিচার, রাজ্যজুড়ে পুলিশি বর্বরতা এবং শিলিগুড়িতে প্রতিনিয়ত অপরাধমূলক ঘটনা বেড়ে চলা ও অপরাধ রুখতে পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে ধরেন তারা।পরবর্তীতে বিভিন্ন দাবী দাওয়া নিয়ে একটি ডেপুটেশন প্রদান করেন সংগঠনের সদস্যরা।