শিলিগুড়ি, ১৩ ডিসেম্বরঃ ছয় দফা দাবিতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট অভিযানের ডাক দিল ডিওয়াইএফআই।শুক্রবার শিলিগুড়ি অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করে এই কথা জানালেন জেলা ডিওয়াইএফআই এর যুগ্ম সম্পাদক সাগর শর্মা।
জানা গিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর শিলিগুড়ি মহাত্মা গান্ধী মোড় থেকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্দেশ্যে রওনা দেবেন ডিওয়াইএফআই এর সদস্যরা।
মূলত রাজ্যজুড়ে পুলিশি বর্বরতা এবং শিলিগুড়িতে প্রতিনিয়ত অপরাধমূলক ঘটনা বেড়ে চলা ও তা রুখতে পুলিশি ব্যর্থতার অভিযোগ তুলে মূলত এই অভিযান করা হবে।মোট ছয় দফা দাবিতে এই অভিযান করা হবে বলে জানা গিয়েছে।