শিলিগুড়ি, ১৮ সেপ্টেম্বরঃ বেআইনিভাবে অস্থায়ী কর্মী নিয়োগ, বেতন বৈষম্য, বেতন বৃদ্ধি সহ মোট ১১ দফা দাবিতে শুক্রবার বিক্ষোভ-আন্দোলনে সরব হল শিলিগুড়ি পৌর কর্মচারী কংগ্রেস।
জানা গিয়েছে, এদিন সংগঠনের সাধারণ সম্পাদক সৌমেন দাস রায়ের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়।পুর প্রশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের সদস্যরা।এছাড়াও ১১ দফা দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় অশোক ভট্টাচার্যের হাতে।
সংগঠনের সম্পাদক সৌমেন দাস রায় জানান, করোনা পরিস্থিতিতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে প্রথম সারিতে দাঁড়িয়ে পুর কর্মীরা কাজ করে চলেছে।বর্তমান পুর প্রশাসক জানিয়েছিলেন যে তাদের উৎসাহ ভাতা প্রদান করা হবে। কিন্তু এখনও অবধি পুরকর্মীরা উৎসাহ ভাতা থেকে বঞ্চিত।
তিনি আরও জানান, সমস্ত বিষয় লিখিত আকারে পুর প্রশাসককে জানানো হল। তিনি ৭ দিনের সময় নিয়েছেন।আগামী ৭ দিনের মধ্যে যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে লাগাতার অবস্থান বিক্ষোভে সামিল হবেন বলে জানিয়েছেন তিনি।