শিলিগুড়ি, ২৪ নভেম্বরঃ শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের তরফে আগামী ২৬শে নভেম্বর থেকে কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ‘শিলিগুড়ি প্রিমিয়ার লিগ ২০২৩’।শুক্রবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের ফুটবল সচিব সৌরভ ভট্টাচার্য।
এদিন সৌরভ ভট্টাচার্য বলেন, শিলিগুড়ি প্রিমিয়ার লিগে মোট দশটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।গত দুবছর করোনা আবহাওয়ার জন্য আমরা এই শিলিগুড়ি প্রিমিয়ার লিগকে লীগ কাম নকআউট করা হয়েছিল। তবে এবছর পুরনো পদ্ধতিতে অর্থাৎ পয়েন্ট ভিত্তিক চ্যাম্পিয়ন এবং রানার্স ঘোষণা করা হবে।সব মিলিয়ে মোট ৪৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।পাশাপাশি প্রত্যেকটি খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ, বেস্ট গোলকিপার, বেস্ট ডিফেন্ডার, বেস্ট প্লেয়ারদের আর্থিক পুরস্কার এবং ট্রফি দেওয়া হবে।