শিলিগুড়ি, ২০ সেপ্টেম্বরঃ পশ্চিমবঙ্গ ডেকোরেটর সমন্বয় সমিতির ডাকে বিভিন্ন দাবিতে প্রতীকী ধর্মঘটে সামিল হল দার্জিলিং জেলা ডেকোরেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
জানা গিয়েছে, এদিন শিলিগুড়ির গান্ধী মূর্তির পাদদেশে প্রতীকী ধর্মঘটে সামিল হন সংগঠনের সদস্যরা।এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন সংগঠনের সদস্যরা।
এই বিষয়ে সংগঠনের এক সদস্য বলেন, করোনা পরিস্থিতির জেরে দীর্ঘ দেড়বছর ধরে কর্মহীন হয়ে পড়েছেন তারা।এই কাজের যুক্ত মানুষেরা হতাশায় ভুগছে।যেখানে সবকিছুই স্বাভাবিক চলছে সেখানে কেবলমাত্র বিয়ে, এবং সামাজিক অনুষ্ঠানগুলিতে বিধিনিষেধ রাখা হয়েছে।সেই নিয়ম শিথিল করার আবেদন জানান তিনি।