শিলিগুড়ি, ২৮ এপ্রিলঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে উদ্বেগজনক পরিস্থিতি গোটা দেশ সহ শহর শিলিগুড়িতেও।শিলিগুড়িতে প্রতিদিন বহু মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন।এই পরিস্থিতিতে শহরবাসীকে সাহায্য করতে এগিয়ে এল শিলিগুড়ি পুরনিগম।
বর্তমানে করোনা সংক্রামিত বহু রোগী হোম আইসোলেশনে রয়েছেন।রোগীদের যাতে কোনোরকম সমস্যা না হয় তার জন্য শিলিগুড়ি পুরনিগমের তরফে হেল্পলাইন নম্বর জারি করা হল।হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে রোগী ও তার পরিবারের সদস্যরা সাহায্য চাইতে পারবেন।
পুরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া বলেন, পুরনিগমের তরফে একটি কন্ট্রোল রুম করা হবে।কন্ট্রোল রুমের হেল্পলাইন নম্বর হল ৮০১৬২৭৭৭৪৮, ৯৮৮৩২০৬০১৭।করোনা টেস্ট, ওষুধ নিয়ে কোনোরকম সমস্যা হলে তার সমাধান করা হবে।তিনি আরও বলেন, করোনায় মৃত্যুর পর পরিবারের সদস্যরা মৃত্যুর শংসাপত্রের বিষয়ে এই হেল্পলাইনে যোগাযোগ করে জানতে পারবেন।শিলিগুড়ি পুরনিগমে সকাল ৪টা থেকে রাত ৮টা অবধি মৃত্যুর শংসাপত্র দেওয়া হবে।