একাধিক দাবীতে শিলিগুড়ি পুরনিগম অভিযান করলো বিজেপি

শিলিগুড়ি, ২ আগস্টঃ একাধিক দাবীতে শিলিগুড়ি পুরনিগম ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি।


শুক্রবার ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে পুরনিগম অভিযান করা হয়।পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন, বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মন্ডলের নেতৃত্বে বিশাল মিছিল করে পুরনিগমের সামনে পৌঁছান বিজেপি কর্মী সমর্থকেরা।এদিকে বিজেপিকে আটকাতে পুলিশের তরফে ব্যারিকেড করা হয়।মোতায়ন করা হয় বিশাল পুলিশবাহিনী।পরবর্তীতে ব্যারিকেড সরিয়ে পুরনিগমের গেটের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেতা কর্মীরা।

বিজেপির অভিযোগ, শিলিগুড়ির উন্নয়নের জন্য পুরনিগমের কাছে টাকা নেই কিন্তু ডেপুটি মেয়র সহ শাসকদলের জনপ্রতিনিধিদের সম্পত্তি বেড়ে চলেছে।শিলিগুড়িতে উচ্ছেদ অভিযান চললেও তাদের পুনর্বাসন দেওয়া হচ্ছে না।এইসমস্ত দাবী নিয়েই আজ পুরনিগম অভিযানে সামিল হয় বিজেপি।


এদিন পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন বলেন, শিলিগুড়ির মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ পুরনিগম।আমরা এই কথা তুললেই অর্থ সংকটের কথা বলে পুরনিগম এই বিষয়গুলিকে এড়িয়ে যায়।পুরনিগমের টাকা নেই কিন্তু তাদের নেতাদের বাড়ি ও গাড়ি বেড়েই চলছে বলে অভিযোগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *