শিলিগুড়ি, ১২ ফেব্রুয়ারিঃ রাজ্যে ক্ষমতায় এলেও বরাবরই শিলিগুড়ি থেকে খালি হাতে ফিরে যেতে হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।তবে এবারে পুরনিগম জয় করে শিলিগুড়িকে উপহার দিতে চান মুখ্যমন্ত্রীকে, এমনটাই জানালেন গৌতম দেব।
গৌতম দেব বলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে উৎসবের মেজাজে শান্তিপূর্ণ ভোটদান করেছে।সেই কারণে জেতার ব্যাপারে আশাবাদী।মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে তৃণমূল শিলিগুড়ি পুরবোর্ড গঠন করে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে চাই।