শিলিগুড়ি, ১২ জুনঃ আজ থেকে ৭ দিনের জন্য বন্ধ থাকছে শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটের মাছের আড়ত। গতকাল দার্জিলিং জেলা শাসক এস পন্নমবলম জানান, মাছের আড়তে বেশকিছু করোনা রোগীর যাওয়া–আসা ছিল।
সেকারণেই ৭ দিনের জন্য বন্ধ করা হচ্ছে এই আড়ত। শুক্রবার ভোর থেকেই মাছের আড়তে ঢোকার সমস্ত প্রবেশ পথে পুলিশি প্রহরা ছিল। ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় প্রতিটি রাস্তা। কিছু মাছ ব্যবসায়ী আসলেও তাদের ঘুরিয়ে দেওয়া হয়।পুলিশ কর্মীরা জানিয়ে দেন যে আড়ত বন্ধ থাকছে।
এদিকে আজ থেকে মাছের আড়তে সমস্ত দোকানে স্যানিটাইজেশনের কাজ শুরু হবে। তবে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এই আড়ত থেকে মাছ যায়। তাই ৭ দিন বন্ধ থাকায় মাছের সংকট যে হবে তা স্পষ্ট।
কিছুদিন আগেই মাছের আড়ত ও ফল বাজার পরিদর্শন করেছিলেন মহকুমাশাসক, ডিসিপি ও অন্যান্য পুলিশ কর্তারা। সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা করার কথা বলা হয়। তবে রেগুলেটেড মার্কেটের মাছের আড়তের ২ ব্যক্তির করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসায় পরিস্থিতি স্বাভাবিক রাখতেই ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর এই আড়ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।