শিলিগুড়ি, ১৫ জুনঃ করোনার থাবা পড়েছে শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে। যেকারণে সংক্রমণ ঠেকাতে বন্ধ হল এই বাজার।গত কয়েকদিনে শিলিগুড়ি শহরে আক্রান্ত বেশকয়েকজনের যাওয়া আসা ছিল এই মার্কেটে। আবার এই মার্কেটে কর্মরত বেশকয়েকজন করোনা সংক্রমিত হয়েছে।
এই অবস্থায় সোমবার থেকে আপাতত ৭ দিনের জন্য বন্ধ করে দেওয়া হল রেগুলেটেড মার্কেট। প্রশাসনিক নির্দেশে আগেই বন্ধ হয়েছে মাছের আড়ত। আজ থেকে বন্ধ হল সবজি ও ফলের আড়তও।
অন্যান্যদিন সকালে রেগুলেটেড মার্কেট ভিড়ে ঠাসা থাকলেও এদিন পুরো মার্কেট ছিল শুনশান। সমস্ত দোকানপাট বন্ধ। তবে কিছু মাছ ও ফলের গাড়ি এদিন আসলেও ভেতরে ঢুকতে পারেনি।বাইরে থেকে গাড়িগুলি থেকে মাছ ও ফল নামিয়ে শহরের বিভিন্ন বাজারে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, এর আগেও রেগুলেটেড মার্কেটের সামাজিক দূরত্ব ও সুরক্ষাবিধি মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছিল।কেন্দ্রীয় প্রতিনিধি দলের পাশাপাশি মহকুমাশাসক ও পুলিশ কর্তারাও এই মার্কেট পরিদর্শন করেন। তারপর সংক্রমণের খবর আসতেই তড়িঘড়ি মার্কেট বন্ধের নির্দেশিকা জারি করে জেলা প্রশাসন। সংক্রমণ ঠেকাতে পরবর্তীতে কী উপায়ে ব্যবসা করা যায় তা নিয়ে কমিটির সঙ্গে আলোচনার পরই ফের খোলা হবে রেগুলেটেড মার্কেট।