শিলিগুড়ি, ২৮ জানুয়ারিঃ পরিবেশকে সুস্থ সতেজ রাখতে উদ্যোগ গ্রহণ করল পুরুলিয়ার ধানড়া দুর্গা মাই মহিলা সংঘের সদস্যরা।
এই মহিলা সংঘ এমন একটি কলম তৈরি করেছে যা ব্যবহার করার পর ফেলে দিলে তা থেকে একটি গাছ জন্মাবে।এই কলমের নাম দেওয়া হয়েছে ‘সিড পেন’।শিলিগুড়ির সরস মেলায় বিক্রি হচ্ছে এই কলম।
পুরুলিয়ার ধানড়া দুর্গা মাই মহিলা সংঘের সদস্যরা বলেন এই কমল তৈরির প্রধান উদ্দেশ্যে পরিবেশকে রক্ষা করা।এই কলম তৈরিতে খরচ হয়েছে ৪-৫টাকা।মেলায় কলমের দাম রাখা হয়েছে ১০ টাকা।শীঘ্রই এই কলমকে বাজারে আনার প্রচেষ্টা করছেন বলে জানা গিয়েছে।