শিলিগুড়ি, ৫ জুনঃ লকডাউনের জেরে প্রায় আড়াই মাস থেকে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে প্রধাননগরের একটি বেসরকারি স্কুলে কম্পিউটার ফি ও বাসভাড়া সহ অন্যান্য ফি চাওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখালো স্কুলের অভিভাবকরা।
অভিভাবকদের অভিযোগ, লকডাউনের জেরে প্রায় আড়াই মাস থেকে স্কুল বন্ধ।তা সত্বেও স্কুলের তরফে কম্পিউটার ফি, বাসভাড়া সহ অন্যান্য ফি দাবী করা হয়।লকডাউনের জেরে বন্ধ রোজগার এরফলে আর্থিক সংকটে সকলেই।অভিভাবকরা আরও জানান, তারা স্কুল ফি দেবেন তবে অন্যান্য কোনো ফি তারা দেবেন না।
এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে একটি স্মারকলিপি প্রদান করেন অভিভাবকরা।অন্যদিকে, অভিভাবকদের স্মারকলিপির বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
During lockdown we can adjust only tution fee
DPS school a bus bhara pura taka 1700/- dita hoccha