শিলিগুড়ি, ২ মে : অবৈধ নির্মাণের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুরনিগম। শুক্রবার শিলিগুড়ির শেঠ শ্রীলাল মার্কেটে একটি বিল্ডিংয়ের অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়।
কিছুদিন আগে পুরনিগম অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে। এরপর সেই বিল্ডিং মালিককে নোটিশ দেওয়া হয়। কিন্তু এরপরও অবৈধ নির্মাণ ভাঙেনি মালিক। শুক্রবার পুলিশ নিয়ে এলাকায় পৌঁছান শিলিগুড়ি পুরনিগমের আধিকারিকেরা। এরপরেই সেখানে অবৈধ নির্মাণ ভাঙা হয়। পুরনিগমের এই সিদ্ধান্তে খুশি শেঠ শ্রীলাল মার্কেট ব্যবসায়ী সমিতি। বাজারে থাকা আরও অবৈধ নির্মাণও ভাঙা হোক বলে দাবি করেন ব্যবসায়ী সংগঠনের সম্পাদক খোকন ভট্টাচার্য।
যদিও ওই বিল্ডিং মালিকের দাবি, বিল্ডিংটি পুরোনো হয়ে যাওয়ায় মেরামতের কাজ চলছিল।