শিলিগুড়ি, ৪ জুনঃ পুরনিগমে প্রবেশ করতে হলে দিতে হবে সম্পূর্ণ তথ্য।তবেই মিলবে প্রবেশের অনুমতি।কোভিড-১৯ মোকাবিলায় এমনটাই উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ি পুরনিগম।
উল্লেখ্য, শহরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার থেকে পুরনিগমে প্রবেশের আগেই নিরাপত্তা রক্ষীদের কাছে দিতে হবে নাম, ফোন নম্বর, ঠিকানা সহ সমস্ত তথ্য।এরপর করা হবে থার্মাল স্ক্রিনিং। সেখানে উত্তীর্ণ হলেই মিলবে ভেতরে যাবার অনুমতি।করোনা পরিস্থিতিতে শিলিগুড়ি পুরনিগমের কর্মীদের সুরক্ষার স্বার্থে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পুরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য শঙ্কর ঘোষ জানান, পুরকর্মীদের সুরক্ষার স্বার্থে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।বহিরাগতদের তথ্য নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। যদি কোন ব্যক্তির শরীরে কোনরকম সংক্রমণ ধরা পড়ে তাহলে সেই তথ্য অনুযায়ী প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি।