শিলিগুড়ি, ১৩ ডিসেম্বরঃ বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারে গেলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল।যদিও কর্মীদের সঙ্গে দেখা করতে পারেননি তিনি।
জানা গিয়েছে, গত ৭ ডিসেম্বর উত্তরকন্যা অভিযানের পর ৮ তারিখ বিজেপির ডাকা ১২ ঘন্টা বনধ এর সমর্থনে রাস্তায় নেমে আন্দোলন করতে গিয়ে সরকারি ফ্লেক্স ছেড়া সহ সরকারি সম্পত্তি নষ্ট ও বেশকিছু অভিযোগের ভিত্তিতে বিজেপি কর্মীদের গ্রেফতার করে পুলিশ।গত ৯ ডিসেম্বর তাদের শিলিগুড়ি আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।বিশেষ সংশোধনাগারে মোট ১৩ জন বিজেপি কর্মী রয়েছেন।
রবিবার সেই কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে যান মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল।এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি কর্মীদের সঙ্গে দেখা করতে এসেছিলাম।কিন্তু কর্তৃপক্ষ জানিয়ে দেন তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।তাই তাদের সঙ্গে দেখা না করেই ফিরতে হচ্ছে।