শিলিগুড়ি, ২১ জানুয়ারিঃ শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার তরফে আয়োজিত হল ২৬ তম ভ্রাম্যমাণ স্বেচ্ছায় রক্তদান উৎসব।
মঙ্গলবার দুপুরে সংস্থার তরফে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।এই শোভাযাত্রা শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ফের বাঘাযতীন পার্কে এসে শেষ হয়।উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা সহ শহরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও নার্সিং পড়ুয়ারা।
এদিন অনুষ্ঠানের আহ্বায়ক ধীরাজ দাস জানান, এবছর ২৬তম বর্ষে পদার্পণ করেছে ভ্রাম্যমাণ স্বেচ্ছায় রক্তদান উৎসব।আজ থেকে ২৬শে জানুয়ারি পর্যন্ত এই রক্তদান শিবির চলবে।
এই বিষয়ে ডঃ সন্দীপ সেনগুপ্ত জানান, রক্তদানের ক্ষেত্রে আমাদের আরও সচেতনতা বাড়ানো দরকার। রক্তদানের ক্ষেত্রে সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থা এবং অন্যান্য সংস্থা অগ্রণী ভূমিকা পালন করেছেন বলে জানান তিনি।
অন্যদিকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান, সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থা ২৬ বছর ধরে কাজ করে আসছে।এরফলে অনেক মানুষ উৎসাহিত হবেন বলে আশাবাদী মেয়র।