শিলিগুড়ি, ১৭ মার্চঃ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের মন্তব্যের বিরোধিতা করে শিলিগুড়ির পানিট্যাঙ্কি ফাঁড়িতে বিক্ষোভ দেখিয়ে অভিযোগ দায়ের করলো সিপিআইএম শিলিগুড়ি ২ নম্বর এরিয়া কমিটি।
২৬ এর বিধানসভা ভোটের আগে তৃণমূল ও বিজেপি নেতাদের মন্তব্য নিয়ে ক্রমশ তেতে উঠছে বঙ্গ রাজনীতি।শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা বনাম হুমায়ুন কবীরের ঠুসে দেব মন্তব্য ঘিরে চরমে রাজনৈতিক তরজা।
তাদের এই মন্তব্যের বিরোধিতায় রাস্তায় নেমেছে সিপিআইএম।রাজ্য জুড়ে আজ সিপিআইএম এর পক্ষ থেকে শুভেন্দু অধিকারী ও হুমায়ূন কবীরের বিরূদ্ধে বিভিন্ন থানায় গিয়ে বিক্ষোভ করে ও লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে।বিভিন্ন জায়গার পাশাপাশি পানিট্যাঙ্কি ফাঁড়িতেও সিপিআইএম শিলিগুড়ি ২ নম্বর এরিয়া কমিটির তরফে বিক্ষোভ দেখিয়ে অভিযোগ দায়ের করা হয়।