শিলিগুড়ি, ২১ সেপ্টেম্বরঃ গোর্খাল্যান্ড ইশ্যুকে উসকে দেওয়ার অভিযোগ উঠল দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত এর বিরুদ্ধে।এর প্রতিবাদে গতকাল শিলিগুড়িতে বিক্ষোভ প্রদর্শন করে রাজু বিস্ত এর কুশপুতুল দাহ করে জয় বাংলা সংগঠন।
উল্লেখ্য, শনিবার সংসদে সাংসদ রাজু বিস্ত গোর্খাল্যান্ড ইশ্যু নিয়ে কথা বলেন।পাহাড়ের অস্থায়ী সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।তার সমর্থন করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।এরপরই গতকাল শিলিগুড়ির ভেনাস মোড়ে বিক্ষোভ প্রদর্শন করে জয় বাংলা সংগঠন।রাজু বিস্তের কুশপুতুল দাহ করেন সংগঠনের সদস্যরা।
এই বিষয়ে বিজেপির জেলা সম্পাদক রাজু শাহ বলেন, শিলিগুড়ির বেশকিছু রাজনৈতিক দল সাংসদ রাজু বিস্ত এর মন্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে উসকে দিচ্ছে।সাংসদ পাহাড়ের স্থায়ী সমাধানের জন্য সংসদে আওয়াজ তুলেছেন।পাহাড়ের স্থায়ী সমাধান হোক, তা সকলেই চান।তারাও চান না বাংলা ভাগ হোক।এই বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করেন তিনি।