জলপাইগুড়ি, ২৮ জুন: জলপাইগুড়ি পুর এলাকায় করোনা আক্রান্ত হয়ে শিলিগুড়ির এক নার্সিংহোমে মৃত্যু হল একজনের।
জানা গিয়েছে, শনিবার গভীর রাতে তিনি মারা যান। মৃত ব্যক্তি জলপাইগুড়ির ২৫ নম্বর ওয়ার্ডের অরবিন্দ নগরের বাসিন্দা ছিলেন।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি কিছুদিন থেকে অসুস্থ ছিলেন।এরপর তাকে শিলিগুড়ির এক নার্সিংহোমে ভর্তি করা হয়। ১৪ দিন ধরে তিনি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন। এরপর ওই ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন বলে দাবি পরিবারের।
পরিবারের দাবি, নার্সিংহোমে যাওয়ার পরেই তিনি আক্রান্ত হয়েছেন। মৃতদেহ স্বাস্থ্য দফতরের নিয়ম মেনে সাহুডাঙিকে দাহ করা হবে বলে জানা গিয়েছে।
ঘটনায় পরেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। রবিবার মৃতের বাড়ি প্রশাসনের তরফে বাশ দিয়ে ঘিরে কনটেনমেন্ট জোন করা হয়েছে। ইতিমধ্যেই এলাকাকে জীবাণুমুক্ত করার কাজ শুরু করেছে পৌরসভার কর্মীরা।
পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সৈকত চট্টোপাধ্যায় বলেন, সংক্রমণ রুখতে এলাকাকে কনটেনমেন্ট জোন ও বাফার জোন করা হল। এলাকা জীবানুমুক্ত করার কাজ চলছে।