শিলিগুড়ি, ২০ সেপ্টেম্বরঃ ফের শিলিগুড়িতে ডেঙ্গিতে মৃত্যু৷ এবার ডেঙ্গিতে মারা গেল ৩ বছর ১০ মাস বয়সের এক শিশু৷ সোমবার রাতে শিলিগুড়ি জেলা হাসপাতালে মারা যায় শিশু৷
৪২ নম্বর ওয়ার্ডের লিম্বু বস্তির বাসিন্দা ওই শিশু৷ জানা গিয়েছে শিশুর নাম অভিনাষ সাহা৷ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল ওই শিশু৷ একটি বেসরকারি ল্যাবে রক্ত পরীক্ষা করানো হয়৷ এরপর ডেঙ্গি ধরা পড়ে৷ বাড়িতেই ছিল শিশু৷ সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে শিশুকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়৷
সেখানে চিকিৎসায় সাড়াও দিয়েছিল শিশু৷ রাতে কথাও বলে৷ এরপর মঙ্গলবার ভোররাতে হঠাৎ শিশু মারা যায়৷ এ দিন সকালে শিশুর দেহ বাড়িতে নিয়ে যায় পরিবার৷ এর আগেও ডেঙ্গিতে ২৫ নম্বর ওয়ার্ড ও ৫ নম্বর ওয়ার্ডের দুই বাসিন্দার মৃত্যু হয়েছে৷
মঙ্গলবার শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার ডা: চন্দন ঘোষ জানান, শিশুকে মৃতপ্রায় অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল৷ চিকিৎসকেরা যথেষ্ট চেষ্টাও করেছিলেন৷ কিন্তু ভোররাতে হঠাৎ মারা যায় ওই শিশু৷ শিলিগুড়ি জেলা হাসপাতালে এই মুহূর্তে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ১৮ জন ভর্তি রয়েছেন।