শিলিগুড়ি, ৮ জুলাইঃ এসএফ রোডে তৈরি হচ্ছে ফুড লেন।সোমবার সেই ফুড লেনের কাজ দেখতে এলাকা পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব।
পুরনিগমের তরফে এসএফে রোডে এই ফুড লেন তৈরি করা হচ্ছে।যেখানে ২০ টি স্টল থাকবে। ফুড লেনের সৌন্দার্যায়নের জন্য সেখানে আলোর ব্যবস্থা ও বেঞ্চ, গাছ বসানো হচ্ছে।
তবে স্টলগুলি রাখা নিয়ে সমস্যায় পড়েছে পুরনিগম।শিলিগুড়ি দমকল কেন্দ্রের উল্টোদিকে এই স্টলগুলি বসানো হচ্ছে।সেখানে বেশকিছু ফুল ও অন্যান্য দোকান রয়েছে। দোকানগুলির সামনে ফুড স্টল বসানো হলে তাতে ক্ষতির মুখে পড়তে হবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। যেকারণে তারা ক্ষোভপ্রকাশ করেন।
এদিন মেয়র এলাকায় গেলে সেখানেও তারা সমস্যার কথা বলেন।এরপরই পুরনিগমে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসার কথা বলেছেন মেয়র।তবে দোকানের সামনে স্টলগুলি বসানো হবেনা বলেই জানিয়েছেন তিনি।