শিলিগুড়ি, ২৭ জুনঃ শিলিগুড়ি পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের ডাবগ্রাম এলাকায় বিজেপির শিলিগুড়ি ৪ নম্বর মন্ডল কমিটির কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলে বিজেপি।এই ঘটনায় দোষীদের গ্রেফতার ও শহরে আইন শৃঙ্খলা বজায় রাখার দাবিতে শিলিগুড়ি থানার সামনে বিক্ষোভে সামিল হল বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বিজেপির কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কাজ করা হয়েছে। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়ে শুক্রবার থানায় লিখিত অভিযোগ করে বিজেপি।তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।এর বিরোধিতা করে মঙ্গলবার বিকেলে শিলিগুড়ি থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হল ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটি।
এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক তথা বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি আনন্দময় বর্মন, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ অন্যান্যরা।
এদিন শঙ্কর ঘোষ বলেন, যে পার্টি অফিসে ঘটনাটি ঘটেছে তার ঠিক উল্টোদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। সেখানে বিকেলের পর থেকে কোনো ফুটেজ পাওয়া যায়নি।এই নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন।এর পাশাপাশি শহরে আইন শৃঙ্খলা নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন।

