শিলিগুড়ি, ৪ অক্টোম্বরঃ সিকিমে প্রাকৃতিক বিপর্যয়।মেঘভাঙা বৃষ্টিতে তিস্তায় হড়পা বান।পুরোপুরি ক্ষতিগ্রস্থ শিলিগুড়ি সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক।যে কারণে স্তব্ধ হয়ে পড়েছে শিলিগুড়ি-সিকিম যোগাযোগ ব্যবস্থা।
এদিকে সিকিমগামী যাত্রী এবং পর্যটকদের কথা মাথায় রেখে শিলিগুড়ি থেকে সমস্ত বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।বিপর্যয় কাটিয়ে যতক্ষণ না অবধি পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন অবধি এসএনটি বাস স্ট্যান্ড থেকে বাস পরিষেবা বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।আজ সকাল থেকেই সমস্ত বাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়।তবে বাস স্ট্যান্ডে যাত্রী ও পর্যটকদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।
যদিও ঘুরপথে কিছু ছোট গাড়ি সিকিমে যাচ্ছে।তাঁর জন্য যাত্রীদের গুনতে হছে দ্বিগুণ ভাড়া।এরফলে সমস্যায় পড়েছেন অনেকে।