শিলিগুড়ি, ১৩ নভেম্বরঃ স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ ও খুনের ঘটনায় শিলিগুড়ির চম্পাসারি এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করলো বিধাননগর থানার পুলিশ।ধৃতের নাম সজল সরকার।
উল্লেখ্য, স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ ও খুনের ঘটনায় এর আগে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের গাড়ি চালক সহ দুজনকে গ্রেফতার করেছিল পুলিশ।যার মধ্যে একজন স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ ও খুনের ঘটনায় জড়িত। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর গতকাল সন্ধ্যায় চম্পাসারি এলাকা থেকে সজল সরকারকে গ্রেফতার করে বিধানগর থানার পুলিশ।
সূত্রের খবর, শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগসূত্র রয়েছে সজল সরকারের।বর্তমানে সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।
