শিলিগুড়ি, ১৯ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি টাইমস এর খবরের জের।অসহায় টোটো চালকের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অনেকেই।
প্রসঙ্গত, শিলিগুড়ি পুরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের মিলনপল্লী এলাকার বাসিন্দা অমিত সেনগুপ্ত(৪৬) পেশায় টোটো চালক।গত ৩ মাস থেকে বিছানায় শয্যাশয়ী।গত ১০ জুন পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।তার একটি পা পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়।এই ঘটনার খবর পেয়ে ২৫ নম্বর ওয়ার্ডের মিলনপল্লীর ইয়ং স্টার ক্লাব তার সহযোগিতায় এগিয়ে আসেন।ইয়ং স্টার ক্লাবের সম্পাদক গৌতম গাঙ্গুলী এবং সদস্য সঞ্জয় কুমার দত্ত অসহায় অমিত সেনগুপ্তর চিকিৎসা করিয়ে আসছিলেন।
বর্তমানে তার একটি অস্ত্রোপচার বাকি রয়েছে। তার জন্য প্রয়োজন ৫০ থেকে ৬০ হাজার টাকা।এই পরিস্থিতিতে তার চিকিৎসার জন্য সমাজের মানুষের কাছে আবেদন জানিয়েছিলেন ইয়ং স্টার ক্লাবের সদস্যরা।
শিলিগুড়ি টাইমস-এ এই খবর সম্প্রচারিত হওয়ার পর অসহায় টোটো চালকের সাহায্যে এগিয়ে এসেছেন অনেকেই।শিলিগুড়ির সুশ্রুতনগর এলাকার পোস্ট অফিসে কর্মরত অচিন্ত লাল তাকে সহায়তা করেন এবং তার সংসার খরচের দায়িত্ব নেন।ইতিমধ্যেই মোট ২০ হাজার টাকা সহায়তা পেয়েছেন তিনি।
এদিকে সহায়তা পেয়ে টোটো চালক অমিত সেন গুপ্ত ইয়ং স্টার ক্লাব ও শিলিগুড়ি টাইমসকে ধন্যবাদ জ্ঞাপন করেন।