এনআরসি ও সিএএ এর বিরুদ্ধে শিলিগুড়ি টাউন ২ তৃণমূল কংগ্রেসের মিছিল

শিলিগুড়ি, ৪ ফেব্রুয়ারিঃ কেন্দ্রীয় সরকারের এনআরসি, সিএএ এর বিরুদ্ধে দেশজুড়েই চলছে বিক্ষোভ।কখনও রাস্তায় নামছে রাজনৈতিক দল, কখনও বা বুদ্ধিজীবীদের দল।


এদিন শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে এনআরসি, সিএএ এর বিরধিতা করেই শিলিগুড়ি টাউন ২ তৃণমূল কংগ্রেসের তরফে এক মিছিল বের করা হল।এদিনের মিছিলে উপস্থিত ছিলেন শিলিগুড়ি টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি বেদব্রত দত্ত সহ একাধিক তৃণমূল কার্যকর্তারা।

বেদব্রত দত্ত জানান, দলের এবং দার্জিলিং জেলা সভাপতির সিদ্ধান্ত অনুযায়ী ধারাবাহিকভাবে তারা এনআরসি, সিএএ, এনপিআর এর বিরুদ্ধে তাদের কর্মসূচী চালিয়ে যাচ্ছে।আরও জানান আগামীকাল দুপুরে তাদের মানববন্ধন কর্মসূচি রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 780casibom giriş güncel adrescasibom 760 girişJojobetjojobetCasibom GirişCasibomDeneme Bonusu Veren SitelerCasibom Girişdeneme bonusuJojobet Girişcasibom girişcasibomJojobet GirişCasibom GirişCasibomCasibomcasibomcasibom girişcasibomcasibom girişcasibom güncel giriş