শিলিগুড়ি, ৭ জুলাইঃ রাস্তার ভবঘুরেদের জন্য খাদ্য সামগ্রী পৌঁছে দিল শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিম।
জানা গিয়েছে, বীরপাড়ায় ভবঘুরেদের জন্য তৈরি ‘নিরাশ্রয় এর আশ্রয়’ আশ্রমের ৩৫ জনের খাদ্য সামগ্রী ও ৩টি শয্যা প্রদান করে ইউনিক ফাউন্ডেশন।
আশ্রমের কর্ণধার ও বিশিষ্ট সমাজ সেবক সাজু তালুকদার বললেন, এই দুর্দিনে শিলিগুড়ি থেকে এসে আশ্রমের পাশে দাঁড়ালো খুবই প্রশংসনীয় উদ্যোগ।বিশেষ করে এই আশ্রমে যাতে আরও বেশি করে ভবঘুরেদের রাখা যায় তার জন্য ৩টি শয্যা দিয়ে সহযোগিতা করেছে ইউনিক ফাউন্ডেশন টিম।