শিলিগুড়ি, ১২ জানুয়ারিঃ শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যালয়ে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মজয়ন্তী।
প্রতি বছরের ন্যায় এবছরও জাঁকজমকভাবে পালিত হয় স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী।এদিন বিদ্যালয় প্রাঙ্গন থেকে স্কুলের পড়ুয়াদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।এই শোভাযাত্রা শিলিগুড়ির বিভিন্ন এলাকা ঘুরে ফের স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিতোষ দাস জানান, স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এবছরও স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।স্বামীজির মতাদর্শ সকলের মধ্যে ছড়িয়ে দিতেই এই আয়োজন।