শিলিগুড়ি, ৬ ফেব্রুয়ারিঃ ১২ ফেব্রুয়ারি পুরভোট।তার আগে শেষ রবিবার প্রচারে ব্যস্ত সমস্ত প্রার্থীরা।
এদিন শিলিগুড়ি পুরনিগমের ৩৮,৩৯ এবং ৪০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী নিত্যানন্দ পাল, অরুন্ধতী ঝাঁ এবং দিলীপ রায়ের হয়ে জমজমাট প্রচার সারলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।মিছিল করে ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করেন।ওয়ার্ডের মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাসও দেন।
প্রচারে উপস্থিত ছিলেন মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, ডাবগ্রাম—ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা৷
এদিন দিলীপ ঘোষ বলেন, পুরনিগম জেতার জন্য আমরা লড়াই করছি।এখানকার মানুষ বিধানসভা এবং লোকসভায় দেখিয়েছে যে তারা বিজেপিকে চাইছে।সাধারণ মানুষের খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে।