শিলিগুড়ি, ১২ জুনঃ শিলিগুড়ির রেগুলেটেড মার্কেট বন্ধ করে দেওয়ার পর হোলসেল ফিশ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তরফে শুক্রবার দার্জিলিঙের জেলাশাসক এস পন্নমবলম একটি স্মারকলিপি প্রদান করা হল। জানা গিয়েছে, মার্কেট বন্ধ হওয়ার ফলে মাছের সংকট এবং প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হবে।
শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটের হোলসেল ফিশ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক বাপী চৌধুরী বলেন, প্রশাসনের তরফে মার্কেট বন্ধ করে দেওয়ার ফলে প্রায় কয়েক লক্ষাধিক টাকার মাছ দোকানেই রয়েছে।
তিনি আরও বলেন, স্মারকলিপির মাধ্যমে এদিন দোকানে রাখা মাছ বের করে আনার জন্য কিছুটা সময় দাবী করা হয়।দোকান থেকে মাছ বের না করা হলে তা পচে যাবে এরফলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।