শিলিগুড়ি, ১৬ এপ্রিলঃ শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডে বসানো হল ডিসইনফেকশন স্প্রে টানেল। কাউন্সিলর মানিক দে এর উদ্যোগে ওয়ার্ডে এই স্প্রে টানেল বসানো হয়েছে। ওয়ার্ডে যারা আসছেন বা বাজার,কাজের জন্য শহরের বিভিন্ন জায়গায় যাচ্ছেন তাদের জন্য এই স্প্রে টানেলটি বসানো হয়েছে। সেখানে স্যানিটাইজড হয়ে তারপর যেতে হচ্ছে। পাশাপাশি বাড়ি ফেরার সময়ও সেখানে স্যানিটাইজড হতে হবে বলে জানিয়েছেন কাউন্সিলর।
বৃহস্পতিবার থেকে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় এই স্প্রে টানেলটি থাকবে। এদিন কাউন্সিলর মানিক দে জানান, ওয়ার্ডে যাতে করোনা সংক্রমণ না ছড়ায় সেকারণেই এই উদ্যোগ। আগামীতে যাতে এই টানেলের সংখ্যা বাড়ানো যায় সেবিষয়টি দেখা হচ্ছে।