শিলিগুড়ি,১২ জুনঃ শিলিগুড়ি পুরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডে পাকা ঘর ও স্বাস্থ্য কেন্দ্র তৈরির কাজ খতিয়ে দেখলেন মেয়র গৌতম দেব।
প্রায় ১ বছর আগে ১৮ নম্বর ওয়ার্ডে বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছিল প্রায় ৩০টি বাড়ি।তখন পুরনিগমের তরফে সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ঘর বানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছিলেন মেয়র গৌতম দেব।সেইমতো ঘর তৈরির কাজ শুরু হয়।সোমবার সেই কাজ খতিয়ে দেখতে এলাকায় যান মেয়র।তার সঙ্গে উপস্থিত ছিলেন ওর্য়াড কাউন্সিলর সঞ্জয় শর্মা, ৩ নম্বর বরো চেয়ারম্যান মিলি সিনহা সহ পুরনিগমের আধিকারিকেরা।
গৌতম দেব জানান, প্রায় ৮৪ লক্ষ টাকা ব্যায়ে ৩০টি পাকা ঘর বানিয়ে দেওয়া হচ্ছে।কাজ প্রায় শেষের পথে।সেই সাথে স্বাস্থ্য কেন্দ্রের কাজও প্রায় শেষের পথে।আশা করছি আগামী ১৫ই আগস্টে এর শুভ সুচনা করতে পারব।