শিলিগুড়ি,৪ মেঃ অবশেষে ভেঙে ফেলা হল শিলিগুড়ি পুরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডের চয়নপাড়া সর্বপল্লী এলাকায় থাকা অবৈধ গুদাম ঘর।বৃহস্পতিবার এলাকায় পৌছায় শিলিগুড়ি পুরনিগমের আধিকারিকেরা।এরপরই ভেঙে ফেলা হয় অবৈধ গুদাম ঘরটি।
এই গুদাম ঘরের কারণে বহুদিন ধরেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন এলাকার বাসিন্দারা।এই বিষয়ে পুরনিগমে অভিযোগও জানিয়েছিলেন স্থানীয়রা।এরপরই বৃহস্পতিবার পুরনিগমের তরফে ভেঙে ফেলা হয় অবৈধ গুদাম ঘরটি।
এই বিষয়ে শিলিগুড়ি পুরনিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানান, গুদাম মালিককে নোটিশ পাঠানো হয়েছিল।তারপরই আজ ভেঙে দেওয়া হল অবৈধভাবে নির্মিত গুদাম ঘরটি।
