শিলিগুড়ি,২২ জুলাইঃ বৃহস্পতিবার প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল। ৪৯২ নম্বর পেয়ে রাজ্যে অষ্টম স্থান অধিকার করল শিলিগুড়ির অনন্যা পুরকায়ত।যদিও এবছর মাধ্যমিকের মতোই উচ্চমাধ্যমিকেও মেধাতালিকা প্রকাশিত হয়নি।
শিলিগুড়ি জোৎস্নাময়ী হাইস্কুলের ছাত্রী অনন্যা।মাধ্যমিকেও রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছিল সে।বরাবরই মেধাবী ছাত্রী হিসেবেই স্কুলে পরিচিত ছিল অনন্যা। পড়াশোনার পাশাপাশি নাচ, গান, ছবি আঁকতেও ভালোবাসে সে।নিজের ফলাফলে খুবই খুশি অনন্যা তবে এই নম্বরই পরীক্ষা দিয়ে পাওয়া গেলে আরও ভালো লাগতো বলে জানায় সে।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতির জেরে এবছর স্থগিত রাখা হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা।মেয়ের সাফল্যে খুশি অনন্যার মা-বাবাও।অন্যদিকে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা নিয়ে অনন্যার বাড়িতে পৌঁছে যান প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান ডঃ সুপ্রকাশ রায় ও স্কুল পরিদর্শক অফিসের আধিকারিকেরা।শুভেচ্ছা জানান অনন্যাকে।