একমাসের দার্জিলিং সফর, আজ শিলিগুড়ি আসছেন রাজ্যপাল

শিলিগুড়ি,৩১ অক্টোবরঃ একমাসের উত্তরবঙ্গ সফরে আজ আসছেন রাজ্যপাল জগদীপ ধনকর। শনিবার সন্ধ্যায় তিনি এনজেপি স্টেশনে নামবেন৷ রাত্রিবাস করবেন শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে।রবিবার সকালে তিনি দার্জিলিঙের উদ্দেশ্যে রওনা দেবেন। ১ মাস দার্জিলিঙেই থাকবেন তিনি। সেখানে রাজভবনে কিছু অনুষ্ঠানে থাকবেন তিনি।


সূত্রের খবর, দার্জিলিঙে তিনি রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিদ্বজনদের সঙ্গে আলোচনায় বসতে পারেন তিনি। আগামী ১ ডিসেম্বর রাজ্যপাল কলকাতায় ফিরবেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিল্লীতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা করেন।সেখানে সাংবাদিক বৈঠক করে আইনশৃঙ্খলা ও রাজনৈতিক হিংসা নিয়ে কড়া সমালোচনা করেন রাজ্যপাল। তার সাংবাদিক বৈঠকের পর পালটা তৃণমূলের তরফেও সরব হন উচ্চনেতৃত্বরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *