শিলিগুড়ি,১২ জানুয়ারিঃ শিলিগুড়ির কোর্টমোড়ের কাছে এটিএম লুটের চেষ্টা দুষ্কৃতীদের।দুষ্কৃতী হামলায় জখম এক নিরাপত্তারক্ষী।ওই নিরাপত্তারক্ষীর নাম সাবিরুল হক।
জানা গিয়েছে, গতকাল রাত ৩টা ১৫ মিনিট নাগাদ কোর্টমোড়ের কাছে ভারতীয় স্টেট ব্যাংকের ই-কর্নারে দুষ্কৃতীরা হামলা চালায়।এক দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে ই-কর্নারে ঢোকে এবং সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সাবিরুল হকের ওপরে হামলা চালায়।এরপরই ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যায়।যদিও দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।তবে দুষ্কৃতীদের নিয়ে আসা কিছু অস্ত্র ও সামগ্রী উদ্ধার করেছে শিলিগুড়ি থানার পুলিশ।অন্যদিকে জখম নিরাপত্তারক্ষীকে রাতেই শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ঘটনার খবর পাওয়ার পরই আজ সকালে ঘটনাস্থলে পৌঁছান ব্যাংকের আধিকারিকেরা।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ।
ব্যাংক সূত্রে জানা গিয়েছে,পাঁচিল টপকে ওই দুষ্কৃতী ভেতরে ঢোকে এবং তারপরই হামলায় চালায় ওই নিরাপত্তারক্ষীর ওপর।
পুলিশের অনুমান,এটিএম লুটের জন্যই ওই দুষ্কৃতীরা এসেছিল।তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।পাশাপাশি ওই কোর্টমোড় এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজও সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।