শিলিগুড়ি, ৮ ফেব্রুয়ারি: পাঁচ রাউন্ড বুলেট সহ একজনকে আটক করে এয়ারপোর্ট ফাঁড়ির হাতে তুলে দিল বিমানবন্দর কতৃপক্ষ।বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ বিমানবন্দরে তল্লাশি চালানোর সময় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম শেরিং তাসি।অভিযুক্ত ভূটানের বাসিন্দা।ধৃতের কাছ থেকে Ak-47 এর বুলেট উদ্ধার হয়েছে।অভিযুক্তের বিরুদ্ধে বাগডোগরা থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।ধৃতকে শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
অন্যদিকে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে পুরো বিষয়টি ভারতীয় হাইকমিশনকে জানানো হয়েছে।সেখান থেকেই ভূটান হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে বাগডোগরা থেকে চেন্নাই হয়ে কুয়েত যাওয়ার কথা ছিল অভিযুক্তের।সেইমতো বিমান বন্দরে সিকিউরিটি তল্লাশির জন্য ব্যাগ পাঠান। অভিযোগ, ব্যাগ স্ক্যান করতেই দেখা যায় ভেতরে AK-47 রাইফেলের পাঁচটি বুলেট রয়েছে।সঙ্গে সঙ্গে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।কথায় অসংগতি ধরা পরায় অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।অভিযুক্ত ভূটানের পারোর বাসিন্দা।সেখান থেকেই তার পাসপোর্ট তৈরি হয়েছিল।ধৃত কী কারনে বুলেট বহন করছিল তা খতিয়ে দেখছে পুলিশ।