শিলিগুড়ি,১৪ জুলাইঃ শিলিগুড়ি পুরনিগম ও বনদপ্তরের তরফে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে পালন করা হল বনমহোৎসব।এদিন বাঘাযতীন পার্কে ১০০টিরও বেশি চারাগাছ লাগানো হয়।পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকেও ফুলের চারা দেওয়া হয় এবং সংবর্ধনা জানানো হয়।
এদিন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব নিজস্ব উদ্যোগে একটি কাঠ বাদামগাছ ও একটি লটকা এবং দুটি পলাশ গাছ লাগান।তিনি বলেন, করোনা অতিমারির কারণে শহরের মানুষ বুঝতে পেরেছে অক্সিজেন কতটা প্রয়োজনীয়।সেই লক্ষ্যে শিলিগুড়ি শহরে আরো বেশি করে গাছ লাগাতে হবে।এছাড়াও পুনরায় শহরের বিভিন্ন বাজারে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার দেখা যাচ্ছে।তা সম্পূর্ণভাবে বন্ধ করার উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পুরনিগম।খুব শীঘ্রই এই নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হবে।
এদিনের অনুষ্ঠানে প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার, বিবেক বেদ সহ বনদপ্তরের আধিকারিকেরা উপস্থিত ছিলেন।