২৬ মার্চ থেকে শিলিগুড়ি-বাংলাদেশ রেল পরিষেবা চালু  

শিলিগুড়ি,২৪ ফেব্রুয়ারিঃ বাংলাদেশ থেকে প্রচুর মানুষ দার্জিলিং এবং ডুয়ার্সে ঘুরতে আসেন।কলকাতা থেকে ঢাকা ও খুলনার মধ্যে সরাসরি ট্রেন পরিষেবা থাকলেও বাংলাদেশ থেকে শিলিগুড়ি সরাসরি ট্রেন পরিষেবা না থাকায় বাসেই যাতায়াত করতে হয়।পাশাপাশি উত্তরবঙ্গের সঙ্গে বাংলাদেশের ট্রেন যোগাযোগ নিয়ে বহুদিনের দাবিও ছিল।অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে।আগামী ২৬ মার্চ থেকে শিলিগুড়ি থেকে বাংলাদেশের মধ্যে চালু হচ্ছে ট্রেন পরিষেবা।


জানা গিয়েছে, আগামী ২৬শে মার্চ এনজেপি থেকে ঢাকার উদ্দেশ্যে ছুটবে এই নতুন যাত্রীবাহী ট্রেন।খুব শীঘ্রই এই নতুন ট্রেনের নামকরণের পাশাপাশি টিকিটের মুল্য ধার্য্য করা হবে বলে জানিয়েছেন দুই দেশের রেল আধিকারিকেরা।

শুধুমাত্র সম্পর্কই নয় দুদেশের মধ্যে পর্যটন ব্যবসার উন্নতিসাধন ঘটাতে এই ট্রেনটি বিশেষ ভূমিকা গ্রহন করবে বলে আশাবাদী দুই দেশের রেলমন্ত্রক।বুধবার এনজেপিতে একটি বৈঠক করেন বাংলাদেশের ডিআরএম মহম্মদ সহীদুল ইসলাম,এন এফ রেলওয়ের কাঠিহার ডিভিশনের ডিআরএম রবিন্দর কুমার বর্মা,শিয়ালদহ ডিভিশনের ডিআরএম শৈলেন্দর পি সিং।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান, ১০টি কামরা নিয়ে ৯ ঘন্টার ননস্টপ সফর করবে এই ট্রেনটি।সপ্তাহে দুদিন সোম ও বৃহস্পতিবার চলবে এই নতুন ট্রেনটি।এই রেল পরিষেবা চালু হওয়ার ফলে অর্থনৈতিকভাবে দু দেশই লাভবান হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *