শিলিগুড়ি, ১২ জুনঃ করোনার থাবা শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটের মাছের আড়তে।৭ দিনের জন্য বন্ধ থাকছে এই আড়ত।
এদিকে শিলিগুড়ির বিভিন্ন বাজারে নজরদারির জন্য গঠন করা হল নতুন কমিটি।সেই কমিটির চেয়ারম্যান থাকছেন পুরনিগমের কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া।শুক্রবার সকালে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে আলোচনায় বসে টাস্ক ফোর্স।
আলোচনা শেষে জেলাশাসক জানান, একটি কমিটি গঠন করা হয়েছে।এতোদিন যে পদ্ধতিতে বাজার হয়েছে তারপরও নতুন কিছু গাইডলাইন দেওয়া হবে বাজারগুলিকে।সেই গাইডলাইন মেনেই ব্যবসা করতে হবে।পাশাপাশি এদিন তিনি আরও জানান, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের ব্লকে একটি দল বানানো হবে।যে দল কনটেইনমেন্ট এলাকাগুলি দেখবে ও সেখানকার মানুষদের কাছে জরুরী জিনিস পৌঁছে দেবে।