শিলিগুড়ি,১০ জুনঃ লকডাউন শিথিল হতেই শহরে বাড়ছে অসামাজিকমূলক কাজকর্ম।শহরে ব্রাউন সুগার সহ গ্রেফতার ৩।ধৃত তিনজনকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ ১২ গ্রাম ব্রাউন সুগার ও ৯৫ হাজার নগদ টাকা সহ মহম্মদ জব্বর নামে একজনকে গ্রেফতার করে।
অন্যদিকে মাটিগাড়া থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটিগাড়া থানা সংলগ্ন এলাকা থেকে ৩০ গ্রাম ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেফতার করে।ধৃতদের নাম অজয় বর্মণ ও অজয় শাহ।
এদিকে পুলিশি জেরায় ধৃত মহম্মদ জব্বর জানিয়েছে, অজয় বর্মণ ও অজয় শাহ-এর কাছ থেকে ব্রাউন সুগার নেওয়ার কথা ছিল তার।
এই বিষয়ে ডিসিপি (জোন-২) কুনওয়ার ভূষণ সিং বলেন, ব্রাউন সুগার পাচার চক্রের সাথে জড়িত রয়েছে মহম্মদ জব্বর।এর আগেও তাকে ব্রাউন সুগার সহ গ্রেফতার করা হয়েছিল।এছাড়াও জোন-২ তে অসামাজিক কাজকর্ম বন্ধ করতে লাগাতার অভিযান চালাচ্ছে পুলিশ।