শিলিগুড়ি,১৬ জুনঃ আগামীকাল থেকে বন্ধ শিলিগুড়ির চম্পাসারি বাজার।আজ চম্পাসারি মোড়ের পাশাপাশি শ্রীগুরু বিদ্যামন্দির স্কুলের সামনে রাস্তায় ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
এদিন পুরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া এবং মহকুমাশাসক সুমন্ত সহায় এলাকা পরিদর্শন করেন।শিলিগুড়ি পুরনিগমের কমিশনার জানান,আপাতত আগামী ৭-১০ দিন পর্যন্ত রাস্তায় এরকম ব্যারিকেড লাগানো থাকবে।যাতায়াত নিয়ন্ত্রণ করা হবে,সমস্ত দোকানপাট ও বাজার বন্ধ রাখার কথা বলা হয়েছে।
অন্যদিকে এদিন এলাকাবাসীরা জানান, এলাকায় বেশকিছু বাইরের ট্রাক ঢুকছে।বিষয়টি নিয়ে তারা মহকুমাশাসকের দ্বারস্থ হন।মহকুমাশাসক এই বিষয়ে আশ্বাস দিয়ে বলেন, বাইরে থেকে যাতে কোনও ট্রাক এই এলাকায় ঢুকতে না পারে সেদিকে নজর দেওয়া হবে।
প্রসঙ্গত, শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডে বেশকিছু করোনা রোগীর সন্ধান মিলেছে।যে কারণে সংক্রমণ ঠেকাতে ৪৬ নম্বর ওয়ার্ডের বেশকিছু এলাকায় ব্যারিকেড লাগানো হয়েছে এবং বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।